Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ৫:৪২ পিএম

: গোপালগঞ্জে খালে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার গেটপাড়া খালে এ ঘটনা ঘটে। তারা শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে নামে। এরমধ্যে সাঁতার না জানায় আরমান ও হৃদয় পানি ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অসুস্থ আপনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ