Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোন গ্রাহকরা মালয়েশিয়া ভ্রমণে বিশেষ পর্যটন সুবিধা পাবেন

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে মালয়েশিয়া ভ্রমণে স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যটন সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের এ সেবা দিতে মালয়েশিয়ার টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ডিজি নেটওয়ার্ক ও মালয়েশিয়ার হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) সাথে আলাদাভাবে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন, জিডি অ্যাসিস্ট (গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত এমএইচটিসি মালয়েশিয়াকে এশিয়ার স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যটন গন্তব্যে পরিণত করতে দেশটির আতিথেয়তা ও উদ্ভাবনী চিকিৎসা ব্যবস্থাকে একসাথে উপস্থাপন করছে। বাংলাদেশে গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা প্রথমবারের মতো নিয়ে এৃসেছে গ্রামীণফোন। এ সুবিধা পাওয়ার জন্য গ্রাহককে প্রথমেই জিডি অ্যাসিস্ট অফিসে গিয়ে তালিকাভূক্ত হতে হবে। এ চুক্তির অধীনে গ্রাহকরা দু’ধরনের প্যাকেজ নিতে পারবেন। এর মধ্যে ৮শ’ মার্কিন ডলারে পাবেন পাঁচ তারকা হোটেল ও ৬শ’ ডলারের প্যাকেজে পাবেন চার তারকা হোটেলে থাকার সুবিধা। প্রথম ও দ্বিতীয় প্যাকেজে গ্রাহকরা যথাক্রমে দু’জন দু’রাত পাঁচ তারকা ও চার তারকা হোটেলে থাকতে পারবেন। প্যাকেজের অধীনে আরও পাবেন বিমানবন্দর থেকে হোটেলে আসা-যাওয়া, হোটেল থেকে হাসপাতালে আসা-যাওয়া এবং অর্ধেক দিন ঘুড়ে বেড়ানোর সুবিধা। এ বিশেষ প্যাকেজে গ্রাহকরা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার ও গ্লেনেগলস কুয়ালালামপুরে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। যেসব গ্রাহক এ সেবা নিবেন তারা মালয়েশিয়ায় যেতে বিমান বাংলাদেশের বিজনেস ও ইকোনোমি ক্লাসে ভাড়ার ওপর ২০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এছাড়াও, গ্রামীণফোনের আন্তর্জাতিক রোমিং সেবা ব্যবহারকারী গ্রাহকরা মালয়েশিয়ায় থাকাকালীন ডিজি’র মার্চেন্ট রিওয়ার্ড অফার উপভোগ করতে পারবেন। যেসব গ্রাহক এ সুবিধা নিবেন তাদের সেবাটি পেতে ডিজি নেটওয়ার্কের মোবাইল স্ক্রিনটি সংশ্লিষ্ট দোকানে দেখাতে হবে। এছাড়াও, এ গ্রাহকরা ডিজি নেটওয়ার্কের সাথে রোমিং করা অবস্থায় কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে ৫০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন, জিডি অ্যাসিস্ট এবং বিমানের কর্মীগণও এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন। চুক্তিস্বাক্ষর নিয়ে জিপি হাউজে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের ডিরেক্টর-প্রোডাক্ট হাসিবুল হক, জিডি অ্যাসিস্ট লিমিটেডের ইনচার্জ সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মোহাম্মদ শাহ নেওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী এবং এমএইচটিসি-এর চিফ মার্কেটিং অফিসার মেগাত আরডিয়ান উইরা মোঃ আমিনউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোন গ্রাহকরা মালয়েশিয়া ভ্রমণে বিশেষ পর্যটন সুবিধা পাবেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ