Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমিউনিটি পুলিশিং একটি সামাজিক আন্দোলন -পানিসম্পদ প্রতিমন্ত্রী

সঠিক তথ্য না নিলে ওসিদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে -আইজিপি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:২৩ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : গতকাল (সোমবার) বিকেলে নরসিংদী পুলিশ লাইনসে জেলা কমিউনিটি পুলিশের এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কমিউনিটি পুলিশিং একটি সামাজিক আন্দোলন। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূরীকরণে জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন রচনার জন্য এ আন্দোলন প্রবর্তিত হয়েছে। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই কমিউনিটি পুলিশিং একটি অত্যন্ত কার্যকর পন্থা। সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের আইজি একেএম শহিদুল হক।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম। বক্তৃতা করেন শিবপুরের এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মনোহরদী-বেলাব এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আসাদুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, শিলমান্দী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকীর প্রমুখ।
প্রধান আলোচকের বক্তৃতাকালে আইজিপি একেএম শহীদুল হক সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজ করার জন্য কমিউনিটি পুলিশের প্রতি আহŸান জানান। তিনি বলেছেন, কমিউনিটি পুলিশ থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে উদ্দেশ্য ব্যর্থ হবে। থানার ওসিরা যদি সঠিক তথ্য নিতে না চায় কিংবা তথ্য গ্রহণে অবহেলা করে এবং সঠিক তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে। আইন-শৃংখলা সমস্যা সমাধানের জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এ কমিউনিটি পুলিশ থেকে টাউট-বাটপারদেরকে বাদ দিয়ে জনগণের আস্থাসম্পন্ন ভালো লোক নিয়োগ করতে হবে। তবেই পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হবে।
এর আগে আইজিপি সাহেপ্রতাপে অফিসার্স মেস ও নারী পুলিশ ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নবনির্মিত পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ