Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাক ম্যাচে শুরু ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

গতকাল রাতেই বার্মিংহামের আলেক্সান্দার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেছে কমনওয়েলথ গেমসের। ইংল্যান্ডের এবারের আসর গড়তে যাচ্ছে এক ইতিহাস। এই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে নারী ক্রিকেট! মহিলাদের ক্রিকেটে মোট আটটি দল অংশ নিচ্ছে। সেই উপলক্ষ্যকে রাঙাতে ক্রিকেট ইভেন্টের উদ্বোধন হচ্ছে পাকিস্তান বনাম ভারত ম্যাচ দিয়ে। এজবাস্টনে টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচটি হবে ৩১ জুলাই। ভারতের হয়ে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। অন্যদিকে, পাকিস্তানের হয়ে নেতৃত্ব দেবেন বিসমাহ মারুফ। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দেখিয়েছিল দুই দলের খেলোয়াড়েরা। এবার কমনওয়েলথ গেমসে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই দেশের ক্রিকেট ভক্তরা। তবে দুই দলের পারফরম্যান্স নজরকাড়া হলেও তুলনামূলকভাবে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের থেকে কিছুটা হলেও এগিয়ে ভারত। সর্বমোট পাঁচ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। পাঁচবারের মধ্যে চারবার জয়ী হয় ভারত। সবশেষ লড়াইটাও হয়েছে দীর্ঘ ৬ বছর আগে, ২০১৬ সালে। সেবার ১৯ মার্চ পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতকে মাত্র ৯৬ রানের মধ্যে বেঁধে রাখে। পরে ব্যাট করতে নেমে পাকিস্তান বেশ চাপে পড়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। টার্গেট কমে দাঁড়ায় ৭৬। পরে ডার্ক অ্যান্ড লুইস পদ্ধতিতে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়। সে বছরেরই ২৯ নভেম্বর মাত্র ৯৭ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস ভারত মাত্র ১৯.২ ওভারেই জয়ের জন্য তুলে নেয় প্রয়োজনীয় রান। সর্বোচ্চ রান করেন সদ্যই ক্রিকেটকে বিদায় বলা সাবেক অধিনায়ক মিতালি রাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাক ম্যাচে শুরু ক্রিকেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ