গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ইউআইইউ’র (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) রিসার্চ গ্র্যান্ট-এর অধীনে নির্বাচিত প্রকল্পের গবেষণা তহবিল মঞ্জুরি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) ইউআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান এবং ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ-এর ভিসি প্রফেসর ড. এম রিজওয়ান খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর আবদুল মান্নান বলেন, উচ্চশিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ হলো গবেষণা। গবেষণার মাধ্যমে সৃষ্টি হয় নতুন জ্ঞানের, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
ফরিদুর রহমান খান বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বপ্রথম ইউআইইউ-এর এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, গবেষণা, আধুনিক যোগাযোগ প্রযুক্তি, জলবায়ু ও পরিবেশ, টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন খাতে নির্বাচিত ১৫ জনকে ইউআইইউ রিসার্চ গ্র্যান্ট এবং ২২ জনকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে গবেষণার জন্য স্বীকৃতি ও প্রশংসাপত্র দেয়া হয়। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়, সূচনালগ্ন থেকেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি শিক্ষকবৃন্দ কর্তৃক গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে পূর্ণমাত্রায় সচেতন রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ দেশী ও বিদেশী বিভিন্ন গবেষণা প্রকল্পে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সম্প্রতি ‘ইউআইইউ. রিসার্চ গ্র্যান্ট’ নামে একটি গবেষণা তহবিল প্রতিষ্ঠার প্রবর্তনামূলক উদ্যোগ গ্রহণ করেছে যার অধীনে প্রতি বছর গবেষক শিক্ষকদের গবেষণা প্রকল্প পরিচালনার জন্য ১ কোটি টাকা প্রদান করা হবে। একটি ২ বছর মেয়াদী প্রকল্পের জন্য সর্বোচ্চ বরাদ্দ হবে ১২ লাখ টাকা। শিক্ষকবৃন্দের কাছ থেকে এ ব্যাপারে আবেদন আহŸান করা হলে সর্বমোট ১৮টি প্রকল্প প্রস্তাব জমা পড়ে। প্রকল্প প্রস্তাব নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে একটি ৪ সদস্যের কমিটি গঠন করা হয় যার সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও দুইটি অনুষদের ডীন। এ সময় অনুষ্ঠানে ট্রেজারার হাবিব আবু ইব্রাহিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের প্রফেসর, গবেষক, ইউআইইউ রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।