Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইলাহি, হামজার জন্য কঠোর আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১০:২৬ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ইমরান খানের পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ ইলাহি। মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতি আরিফ আলভি আইওয়ান-ই-সদরে তাকে শপথ পড়ান। ইলাহিকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার সুপ্রিম কোর্টের আদেশটি পাঞ্জাবের 'ট্রাস্টি' মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শরিফের জন্য ভয়াবহ আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তানের শীর্ষ আদালত মঙ্গলবার রাতে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারির রুলিং বাতিল করে দেন। এর ফলে পারভেজ ইলাহি ১৮৬-১৭৯ ভোটে জয়ী হলেন। প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। আদালত স্থানীয় সময় রাত ১১.৩০-এ তাকে শপথ গ্রহণ করানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ আরো বলা ছিল যে তিনি এই দায়িত্ব পালন করতে না পারলে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন। বালিগ শপথ না পড়ানোর কারণে রাষ্ট্রপতিই এর ব্যবস্থা করেন।

বালিগের শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানানোর পর রাষ্ট্রপতি আলভি বিশেষ বিমান দিয়ে ইলাহিকে ইসলামাবাদে নিয়ে আসেন। তারপর শপথ পাঠ করান।


এই ঘটনা পাকিস্তানের রাজনীতির জন্য বড় ধরনের পটপরিবর্তন ঘটাতে পারে। ইমরান খানের হাতে এখন দুটি প্রদেশ। ফলে তিনি আগামী নির্বাচনের দাবি জোরালভাবে করতে পারবেন। আর পাকিস্তানের ক্ষমতাসীনদের জন্যও বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো।

সূত্র : জিও নিউজ, দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন ও অন্যান্য

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ