Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিক্রমাসিংহেকে পুতিনের চিঠি, স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতার আশ্বাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১১:২৫ এএম

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে চিঠি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতীশলতা বজায় রাখতে শ্রীলঙ্কার সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

সোমবার কলম্বোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইউরি মাতেরি শ্রীলঙ্কার প্রেসিডেন্টে সঙ্গে সাক্ষাৎ করে ভ্লাদিমির পুতিনের চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে পুতিন বলেন, ‘রাশিয়া ও শ্রীলঙ্কার জনগণ ঐতিহ্যগতভাবেই একে অপরের বন্ধু। উভয় দেশের জনজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ