মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ায় নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০ জনে। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় গত জানুয়ারিতে রেকর্ড ৫ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিল। আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিএ.৪ এবং বিএ.৫ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের কারণে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। জুনের শেষ সময় থেকেই অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। হাসপাতালের অনেক কর্মীরাও করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে স্বাস্থ্যসেবা সংকটের মুখে পড়েছে।
সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দেশটির ১৬ বছরের বেশি বয়সীদের প্রায় ৯৫ শতাংশই করোনার দুই ডোজ টিকা পেয়েছেন। আর ৭১ শতাংশ বুস্টার ডোজ পেয়েছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ লাখ ৩৬ হাজার ১১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৮৫ জন। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।