Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসরাইলের আকাশে হঠাৎ রহস্যময় আলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০৬ এএম

সম্প্রতি ইসরাইলের আকাশে দেখা গেছে রহস্যজনক এক আলো। এ নিয়ে সেখানে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ বলছেন, এটি আসলে এলিয়েন যান বা ইউএফও। শনিবার দেশটির উত্তরাঞ্চলে এই রহস্যময় উড়ন্ত আলোর একটি গোলাকার বস্তু দেখা যায়। সবথেকে স্পষ্ট দেখা গেছে গোলান মালভূমি এবং নাহারিয়া এলাকা থেকে। খবরে জানানো হয়, এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এটি আসলে কীসের আলো ছিল। তবে ধারণা করা হচ্ছে, এটি মূলত স্পেসএক্স-এর স্যাটেলাইট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরইমধ্যে অসংখ্য ফুটেজ শেয়ার করেছেন ব্যবহারকারীরা। এতে দেখা যাচ্ছে আলোর বিন্দুগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছে। তবে এ থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। আর এরপরই শুরু হয় নানা ধরণের গুজব। নাহারিয়ার এক বাসিন্দা বলেন, আমরা কখনো এমন অদ্ভুত জিনিস দেখিনি। এটিকে দেখতে আলোক বিন্দু দিয়ে তৈরি একটি শেকলের মতো লাগছিল। মাত্র ৩০ সেকেন্ডের মতো এটিকে দেখা গিয়েছিল। বিষয়টি স্পেসএক্সের স্যাটেলাইট কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ইসরাইল। এছাড়া লেবানন, গ্রিস ও তুরস্কেও এই আলো দেখা গেছে। জেরুজালেম পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলের আকাশে হঠাৎ রহস্যময় আলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ