মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় বেড়েই চলেছে মূল্যস্ফীতি। গত বছরের তুলনায় দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৯ শতাংশে। গত মে মাসেও এই হার ছিল ৪৫.৩ শতাংশ। ন্যাশনাল কনজিউমার প্রাইস ইনডেক্স বা এনসিপিআই-এর নতুন হিসেবে মূল্যস্ফীতির এই ভয়াবহ অবস্থা উঠে আসে। এমনিতেই বিশ্ববাজারে খাদ্যপণ্য এবং জ্বালানির দাম বেশি। তারমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হওয়ার কারণে শ্রীলঙ্কায় বিদেশি পণ্য আমদানি প্রায় বন্ধ রয়েছে। আর এ কারণেই দেশের মধ্যে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। দিন যত যাচ্ছে এই সংকট আরও গভীর হচ্ছে। সর্বশেষ মাসে মূল্যস্ফীতি ছিল এ বছরের মধ্যে সর্বোচ্চ। খবরে জানানো হয়েছে, ডলারের সংকটের কারণে শ্রীলঙ্কার রূপির দামও হ্রাস পাচ্ছে। গত ৭ই মার্চ থেকে ৮০ শতাংশ দাম হারিয়েছে রূপি। এর ফলে প্রতিটি পণ্যের দামই কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি আরও ৭০ শতাংশ বাড়তে পারে। গত মে মাস থেকে খাবারের দাম বেড়েছে ৫৮ শতাংশ। হিসেব বলছে, শ্রীলঙ্কানদের গত বছরের একইসময়ের তুলনায় দ্বিগুন খরচ করতে হচ্ছে খাবারের পেছনে। ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।