Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দামের ঊর্ধ্বমুখিতায় বাড়ি বিক্রি কমেছে যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

চলতি বছরের জুনে টানা পঞ্চম মাসে যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রি কমেছে। বন্ধকি ঋণহারের পাশাপাশি দাম বাড়ায় বাড়ি বিক্রিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্য বলছে, মে মাসের তুলনায় গত মাসে বাড়ি বিক্রি কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় জুনে বাড়ি বিক্রি কমার হার ১৪ দশমিক ২ শতাংশ। বিক্রি কমার জন্য বাড়ির দাম বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আবাসন খাত একটি অন্যতম প্রধান নির্দেশক। তবে বন্ধকি ঋণের হার বাড়ার কারণে বাড়ি কিনতে অনাগ্রহ তৈরি হয়েছে মার্কিনদের মধ্যে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দামের ঊর্ধ্বমুখিতায় বাড়ি বিক্রি কমেছে যুক্তরাষ্ট্রে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ