Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজিরপুরে ৬ জন নিহতের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৮:০৫ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মাইক্রোবাস চালক গুরুতর অসুস্থ আছর উদ্দিন সরকারের ছেলে সাব্বির সরকার বাদী হয়ে গৌরনদী হাইওয়ে থানায় মামলাটি দায়ের করেন। শনিবার (২৩ জুলাই) বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে মামলা গ্রহণের পরপরই আসামি ধরতে কার্যক্রম শুরু করে দিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাসের চালককে আটক করতে পারব। ওসি বলেন, সড়ক পরিবহন আইন অনুসারে মামলাটি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নতুন শিকারপুর নামক স্থানে কুয়াকাটাগামী মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে সড়কের মধ্যে থেমে যায়। এসময় ঢাকাগামী মোল্লা ট্রাভেলসের একটি বাস সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

এর আগে ২৯ মে ভোররাতে উজিরপুর উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহন গাছের সঙ্গে বেপরোয়া গতিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পতিত হলে ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি আইনের আওতায় নিয়ে আসতে পারেনি গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ