Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকাররে উন্নয়গুলো তাদের চোখে পড়ে না: নৌ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৭:৫৫ পিএম

 বিএনপি-জামায়াতের আমলে এক দিন বিদ্যুৎ গেলে তিন-চার দিনেও ফিরে আসত না। বিদ্যুতের খাম্বা তারেক জিয়া লুটেপুটে খেয়েছিল সব। প্রতিনিয়ত তাদের দলের নেতার মিথ্যাচার করছে। তারা অন্ধ হয়ে গেছে। সরকাররে উন্নয়গুলো তাদের চোখে পড়ে না। খালি সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত।

শনিবার (২৩ জুলাই) দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জগতপুর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আয়োজনে বিরল-২, ৩৩/১১ কেভি, ২০/২৮ এমভি ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন শেষে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি আরও বলেন, বিএনপি রাজনীতিতে এখন দেউলিয়ায় পরিণত হয়েছে। তাই মানুষ বিএনপির ডাকে এখন সাড়া দেয় না। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে। কারণ, দেশ দিন দিন উন্নত দেশে পরিণত হচ্ছে।

রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মজুত অপ্রতুল হওয়ায় বিদ্যুতের সাময়িক সমস্যা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশ ঝুঁকির মধ্যে আছে। এই যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে উদ্বোধনে আরও বক্তব্য দেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ