Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্কার্ট পরে বার্লিনের রেড কার্পেটে ব্র্যাড পিট!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১১:০২ এএম

হলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া অভিনেতা ব্র্যাড পিট এবার ফ্যাশন জগতেও নতুন আলোড়ন তুলেছেন। সিনেমাপাড়ায় 'ফাইট ক্লাব' তারকার ফ্যাশনের সুনাম আগেও ছিল, কিন্তু এবার একেবারেই ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা নিজের নতুন চলচ্চিত্র 'বুলেট ট্রেন' এর প্রিমিয়ারে স্কার্ট পরে লাল গালিচায় হেঁটেছেন পিট!

জানা গেছে, মঙ্গলবার (১৯ জুলাই) বার্লিনে 'বুলেট ট্রেন' এর প্রিমিয়ার উপলক্ষে কলাকুশলীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন 'ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড' অভিনেতা। সেখানেই হাঁটু পর্যন্ত লম্বা, ঢিলেঢালা লিনেনের স্কার্ট পরনে দেখা যায় পিটকে। সাথে ছিল স্যামন বাটন-আপ শার্ট এবং স্কার্টের রঙ এর সাথে মিলিয়ে বাদামিরঙা জ্যাকেট। শুধু তাই নয়, স্কার্ট-জ্যাকেটের সাথে সাজ পরিপূর্ণ করতে অভিনেতা পরেছিলেন কালো কার্গো বুট, টর্টয়েজ শেল সানগ্লাস এবং হাতের আঙুলে কয়েকটি আংটি।

ব্র্যাড পিটকে এই পোশাকে দেখে দারুণ অবাক হয়েছেন ভক্ত-অনুরাগী। স্কার্ট পরিহিত ছবির বদৌলতে টুইটারের ট্রেন্ডে চলে এসেছে ব্র্যাড পিটের নাম। নেটিজেনরা বলছেন, এই পোশাক চমৎকার মানিয়েছে ৫৮ বছর বয়সী পিটকে।

তবে ব্র্যাড পিট এবারই প্রথম এ ধরনের পোশাক পরেছেন তা নয়। এর আগে ১৯৯৯ সালে 'ফাইট ক্লাব' সিনেমার প্রচারণার সময় একটি নয়, দুটি নয়, একেবারে পাঁচটি মিনি ড্রেস পরেছিলেন পিট। বিখ্যাত আলোকচিত্রী মারক সেলিগারের তোলা সেসব ছবি লিঙ্গ-নিরপেক্ষ ড্রেসকোডের অনন্য উদাহরণ।

তবুও ভোগ ম্যাগাজিনের হ্যারি স্টাইলস হোক বা ২০১৯ সালের অস্কারে বিলি পোর্টারের টাক্সেডো গাউন, আজও পুরুষদের স্কার্ট পরতে দেখলেই তা অস্বাভাবিক মনে হয় সমাজের অনেকের কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ