Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনিফার অ্যানিস্টনের সঙ্গে ডেটিংয়ের গুজব হেসে উড়িয়ে দিলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

গত ফেব্রুয়ারিতে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের ৫০তম জন্মদিনে অভিনেতা ব্র্যাড পিট উপস্থিত ছিলেন। গুজব রটেছে সেই সময় থেকে দুই অভিনয়শিল্পী তাদের পুরনো প্রেমকে নতুন করে জাগিয়ে তুলেছেন। কিন্তু ৫০ বছর বয়সী পিটকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা হেসেই উড়িয়ে দিয়েছেন। একজন আলোকচিত্রী পিটকে জিজ্ঞাসা করেন তারা দুজন আবার এক হচ্ছেন কিনা, এর জবাবে পিট হেসে বলেন : “ও মাই গড!” পিট হেঁটে যাচ্ছিলেন আর আলোকচিত্রী তার ছবি তোলার সময় মন্তব্য করেন : “আপনাকে চমৎকার লাগলে। আপনাকে সুখী পুরুষ হিসেবে দেখতে ভাল লাগছে।” দুই বছর প্রেম করার পর ২০০০ সালে ব্র্যাড পিট জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পর পিটের সঙ্গে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্ক হয়। ২০১৪তে তাদের বিয়ে হয় এবং ২০১৬তে বিবাহবিচ্ছেদ; তারা দত্তক নেয়া ও নিজেদের ছয় সন্তানের বাবা-মা। জেনিফার অ্যানিস্টন ২০১৫তে অভিনেতা জাস্টিন থেরুকে বিয়ে করেন তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৭তে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ