Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় চবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

চবির এক শিক্ষার্থীকে যৌন হেনস্তার ঘটনায় বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে জয়বাংলা চত্বরসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই সময় শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারেও প্রতিবাদ সমাবেশ করেন বেশ কিছু শিক্ষার্থী। এর আগে গত বুধবার রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একই দাবিতে ভিসির ভবনের রাস্তা আটকে বিক্ষোভ করেন বিভিন্ন হলের ছাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে হলে ফিরে যান তারা।

রসায়ন বিভাগের ছাত্রী সাজিয়া আহমেদ বলেন, যে ঘটনার বিচার চার ঘণ্টার মধ্যে হওয়ার কথা ছিল সে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন কিছু করতে পারেনি। ক্যাম্পাসকে আমরা আমাদের বাড়ির মতো মনে করি। এখানে প্রশাসন আমাদের অভিভাবক। বাড়িতে আমাদের অভিভাবকরাই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা দুঃখজনক। এদিকে চলমান ঘটনার সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছে চবি ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় স্বাক্ষরিত এক চিঠিতে এ নিন্দা জানান তারা।

জানা যায়, গত রোববার বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে যৌন হেনস্তার শিকার হন চবির এক ছাত্রী। ওই সময় তার বন্ধুকেও মারধর করা হয়। গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার রাস্তায় এ ঘটনা ঘটে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ