Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মমতাকে পদ্মা সেতু দেখতে আমন্ত্রণ শেখ হাসিনার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১০:৫৩ এএম

বিশ্বের বহুল আলোচিত পদ্মা সেতু পরিদর্শনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চিঠিতে সেপ্টেম্বরে দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশের পাঠানো আমন্ত্রণপত্র মমতার কার্যালয় নবান্নে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আমন্ত্রণপত্রে ‘মমতাজী’ সম্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন,‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইলো। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উষ্ণতা রয়েছে পাঠানো পত্রে। বঙ্গবন্ধুকন্যা লিখেছেন,‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’

পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলেও পত্রে আশা প্রকাশ প্রধানমন্ত্রী।

আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারপ্রধান।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ জুলাই) নবান্নের তরফে জানা গেছে, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঐতিহ্যশালী আম পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির পাল্টা উত্তরে এ আমন্ত্রণ জানান শেখ হাসিনা



 

Show all comments
  • jack ali ২০ জুলাই, ২০২২, ১২:০৬ পিএম says : 0
    মানুষের আত্মমর্যাদাবোধ থাকা উচিত চায়না কত লক্ষ জিনিস বানায় তারা কি বিদেশের কোন লোককে দাওয়াত দেয় এই দেখো আমরা এটা তৈরি করেছি ওটা তৈরি করেছি চায়না তো নিজেরাই তৈরি করে আমাদের পদ্মা সেতু কে তৈরি করেছে যার কাছ থেকে টাকা ধার নিয়ে চায়না সবকিছু আমাদের তৈরি করে দিয়েছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা লুট করেছে এই টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে কড়ায়-গণ্ডায় সুদ সহ অথচ আমরা মুসলিম একটি জঘন্যতম গুনাহ>>>>আমাদের দেশের অর্থনীতি একদম ধংস করে দিয়েছে বিদেশি সুদ পরিশোধ করার জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ