Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কা থেকে সরে আমিরাতে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও অস্ট্রেলিয়া সিরিজ ও পাকিস্তান সিরিজ আয়োজন করে আশাটা বাড়িয়েছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপ আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল দেশটি। কিন্তু তারপরও এশিয়া কাপ সরে যেতে পারে আরব আমিরাতে। তবে নিজ থেকে সরে গেলেও অফিশিয়ালি আয়োজক থাকবে শ্রীলঙ্কাই। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এ আসর শ্রীলঙ্কা থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা। গতপরশু পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।’
আর্থিক সঙ্কটের সঙ্গে রাজনৈতিক ডামাডোলের মধ্যেও অবশ্য দেশটি কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনে সফল হয়েছিল দলটি। বর্তমানে পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে দলটি। এ সিরিজও চলছে দারুণভাবেই। কিন্তু অনেক দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন বর্তমানে শ্রীলঙ্কায় করা কিছুটা কঠিন বলেই মনে করেন মোহন, ‘দুই দলের সিরিজ আয়োজন করা আর ১০টি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন এক কথা নয়। আপনাকে ১০টি বাসের সঙ্গে তাদের জ্বালানীও দিতে হবে। প্রতিটি দলকে জ্বালানি সহ একটি লাগেজ ভ্যান দিতে হবে। পরিচালকদের পরিবহন দিতে হবে। স্পন্সরদের পরিবহনও দিতে হবে এবং নিশ্চিত করতে হবে স্পন্সরদের চাহিদা অনুযায়ী মাইলেজও। ফ্লাডলাইট চালানোর জন্য জেনারেটরের জ্বালানিও খুঁজে বের করতে হবে।’
টি-টোয়েন্টি সংস্করণে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা আগামী ২৭ আগস্ট থেকে। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ২০ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা বাছাই পর্ব। সরাসরি মূল পর্বে খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই থেকে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত থেকে একটি দল জায়গা করে নেবে মূল পর্বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা থেকে সরে আমিরাতে এশিয়া কাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ