Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসে একবার পিৎজা, ১৫ দিন অন্তর শপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

বিয়ের সময় বর-কনের চুক্তি সই সাধারণত গুরুগম্ভীর একটি বিষয়। কিন্তু ভারতীয় এক বর কনের বিয়েতে ‘অভিনব’ এক চুক্তি সইয়ের ভিডিও সবার নজর কেড়েছে। আজব সব শর্তের এই চুক্তিপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বউকে মাসে একবার পিৎজা খাওয়ানো এবং ১৫ দিন পরপর শপিংয়ে নিয়ে যাওয়াসহ এমন আরও কয়েকটি দাবি নিয়ে মোট আটটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে চুক্তিপত্রে। বর ও কনের বন্ধু-বান্ধবরাই বিয়ে উপলক্ষে তৈরি করে দিয়েছে মজার এই চুক্তিপত্র। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গুয়াহাটিতে। কনে ২৪ বছর বয়সী শান্তি প্রসাদ। বন্ধুদের কথায়, সে নাকি ‘পিৎজা পাগল’। আর বর, তারই সহপাঠী ২৫ বছর বয়সী মিন্টু রায়। ৫ বছর আগে কমার্সে ভর্তির পর ক্লাসে দুইজনের দেখা, তারপর আলাপ-পরিচয়। ভিডিও২০১৮ সাল থেকে দুইজন ডেট করতে শুরু করে। আর পিৎজা পাগল শান্তি প্রায়ই পিৎজা খাওয়ার জন্য বায়না ধরত। মিন্টু নিজে পিৎজা খেতে পছন্দ করলেও প্রতিদিন পিৎজা খাওয়া তার জন্য একঘেঁয়ে হয়ে উঠেছিল। বন্ধুমহলে সে শান্তির এই পাগলামির কথা বলেও বেড়াতে লাগল। কয়েকদিনের মধ্যেই বন্ধু-বান্ধবদের মধ্যে বিষয়টি কৌতুককর হয়ে উঠল। এক বন্ধুর ভাষ্য, “শান্তি পিৎজাই আগে ভালোবাসে, তারপর ভালবাসে মিন্টুকে। আমার মনে হয় সে (শান্তি) সবসময় পিৎজার কথাই চিন্তা করে এমনকী ঘুমের মধ্যেও।” এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাসে একবার পিৎজা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ