মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা ষোল বছর ধরে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে বিত্তবানদের তালিকার শীর্ষে। ক্রেডিট সুইসের বাৎসরিক ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ থেকে জানা গেছে এই তথ্য। তালিকা জার্মানির অবস্থান উপরের দিকে উঠলেও শীর্ষে যেতে এখনো অনেক পথ বাকি। সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ অনুযায়ী সুইসরাই এখনো বিশ্বের সবচেয়ে বড় লোক। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাংক ক্রেডিট সুইসের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, সুইসদের গড় সম্পদের পরিমাণ ৫ লাখ ৬১ হাজার ৯শ’ মার্কিন ডলার। এরপরেই রয়েছেন মার্কিনিরা। তাদের গড় সম্পদের পরিমাণ ৩ লাখ ৪৪ হাজার ৭শ’ মার্কিন ডলার। আর তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশরা, তাদের গড় সম্পদের পরিমাণ ২ লাখ ৮৮ হাজার ৮শ’ মার্কিন ডলার। জুরিখভিত্তিক ব্যাংকটি জানিয়েছে, প্রো-ব্রেক্সিট ভোটের কারণে পাউন্ডের মান কমে যাওয়ায় ব্রিটিশরা ১ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ব্যক্তি মালিকানাধীন সম্পদ হারিয়েছেন। অন্যদিকে জার্মানরা তালিকার একেবারে উপরের দিকে না থাকলেও অবস্থার উন্নতি করেছে। বিশেষ করে সম্পত্তির দাম বেড়ে যাওয়ায় জার্মানদের ব্যক্তিমালিকানাধীন সম্পদের পরিমাণ বেড়েছে। ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ জানাচ্ছে, ২০১৫ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি অবধি জার্মানদের সম্পদের পরিমাণ ২ দশমিক আট শতাংশ বেড়ে গড় দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ১শ’ ৭৫ মার্কিন ডলার। একইসময়ে ইউরোপের ‘পাওয়ার হাউস’ খ্যাত জার্মানিতে ডলার মিলিয়নিয়ারের ক্লাবে যোগ দিয়েছেন ৪৪ হাজার মানুষ। দেশটিতে বর্তমানে মিলিয়নিয়ারের মোট সংখ্যা ষোল লাখ। সূত্র : ডি ডব্লিউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।