Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রবীন্দ্রনাথের নোবেল পদক চুরিতে ফের বাউল গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:১৩ এএম, ২৮ নভেম্বর, ২০১৬

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রদীপ বাউড়ি নামে এক বাউল গায়ক। এক যুগ আগে চুরি যাওয়া নোবেল উদ্ধারে হাল ছেড়ে দিয়েছিল সিবিআই। এবার নতুন করে শুরু করলেন পশ্চিমবঙ্গের রাজ্য গোয়েন্দারা। এশিয়ার প্রথম নোবেল প্রাপকের পদক চুরি যাওয়া রীতিমতো অসম্মানের। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিলেন। গত আগস্টে তদন্ত নিজের মতো করে চালানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত হলো নতুন তদন্ত সেল। গ্রেপ্তার করল প্রদীপ বাউড়ি নামের বাউল গায়ককে। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, প্রদীপ বাউড়ির গ্রেপ্তারকে সাফল্য মনে করছে তারা। ঘটনায় তিনি যে জড়িত ছিলেন সে ব্যাপারে প্রায় নিশ্চিত গোয়েন্দারা। অনুমান করা হচ্ছে, চোরদের ঢোকা ও পালানোর বন্দোবস্ত করে দিয়েছিলেন তিনিই। এর আগে সিবিআইও আটক করেছিল তাকে। তবে দিনকয়েক হেফাজতে রাখার পর তাকে মুক্তি দেয়া হয়। তার থেকে উল্লেখযোগ্য কোনো সূত্রই পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল। কিন্তু রাজ্যের গোয়েন্দারা নিশ্চিত যে ওই গায়কই এই ঘটনায় জড়িত। প্রয়োজনে লাই ডিটেকশন টেস্ট বা নারকো অ্যানালিসিস টেস্টের মুখোমুখি হতে হবে তাকে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ