Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে মৃত্যু দুই লক্ষাধিক হু হু করে বাড়ছে সংক্রমণ

নোভাভ্যাক্স ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

ব্রিটেনে কোভিডে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। যদিও গত ২৫শে জুনই এই মাইলফলক পার করেছে দেশটি কিন্তু মৃত্যুর তথ্য হালনাগাদে সময় লাগায় আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ব্রিটেনে হু হু করছে বাড়ছে কোভিড সংক্রমণ। এক সপ্তাহ ব্যবধানে কোভিড রোগী বেড়েছে প্রায় ৮ লাখ। যদিও গত বসন্তে যে কোভিড ঢেউ দেখেছিল দেশটি, এখনও পরিস্থিতি তত খারাপ হয়নি। ব্রিস্টলওয়ার্ল্ডের খবরে জানানো হয়েছে, ব্রিটেনের হাসপাতালগুলো নতুন করে কোভিড রোগীতে ভরে উঠতে শুরু করেছে। তাদের বেশিরভাগই ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত। গত সপ্তাহের হিসেবে দেশটির ৩৫ লাখ মানুষ কোভিডে আক্রান্ত। এর আগের সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ লাখ। সে হিসেবে এক সপ্তাহে ২৯ শতাংশ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত এপ্রিল মাসের পর এটিই সবথেকে দ্রুত কোভিড বৃদ্ধির রেকর্ড দেশটিতে। মার্চের শেষ সপ্তাহে ৪৯ লাখ মানুষ কোভিড আক্রান্ত ছিলেন বৃটেনে। সেটি হয়েছিল বিএ.২ সাবভ্যারিয়েন্টের কারণে। এখন যে ঢেউ বৃটেনে আঘাত হেনেছে সেটি এখনও পিছিয়ে আছে। যদিও পরিস্থিতি দ্রুতই খারাপ হতে পারে এমন আশঙ্কা রয়েছে। এদিকে, কোভিডের ভ্যাকসিন হিসেবে নোভাভ্যাক্সের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। দেশটির ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন বা এফডিএ এ সপ্তাহে নোভাভ্যাক্সের জরুরি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। এর ফলে দেশটিতে অনুমোদন পাওয়া কোভিড ভ্যাকসিনের সংখ্যা দাড়ালো চারে। এ খবর দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংবাদপত্র এসআইলাইভ। খবরে জানানো হয়, নোভাভ্যাক্স মূলত একটি প্রোটিনভিত্তিক ভ্যাকসিন নিয়ে এসেছে কোভিড মোকাবেলার জন্য। মূলত পূর্ণ সুরক্ষার জন্য দুই ডোজ দিতে হবে এই ভ্যাকসিনের। এ ভ্যাকসিন নিতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ম্যারিল্যান্ডভিত্তিক কোম্পানিটি ফাইজার, মডার্না এবং জনসনের ভ্যাকসিনের থেকে সম্পুর্ন আলাদা ধরনের ভ্যাকসিন তৈরি করেছে। ফাইজার ও মডার্নার ভ্যাকসিন মূলত এমআরএনএ-ভিত্তিক। অপরদিকে জনসনের ভ্যাকসিন হচ্ছে অ্যাডেনোভাইরাসভিত্তিক। সেখানে নোভ্যাভ্যাক্সের ভ্যাক্সিন হচ্ছে প্রোটিনভিত্তিক। এ ভ্যাকসিনে সার্স-কোভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিন এবং একটি ম্যাট্রিক্স-এম সহায়ক ব্যবহার করা হয়েছে। এগুলোর সমন্বয়ের কারণে কোভিডের বিরুদ্ধে মানবদেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই ভ্যাকসিন কোভিডের বিরুদ্ধে ৯০.৪ শতাংশ কার্যকরি বলে জানিয়েছে নোভাভ্যাক্স। তবে বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিনের কার্যকরিতা ৭৮ শতাংশের বেশি। সাধারণ ফ্রিজেই এই ভ্যাকসিন সংরক্ষণ করা যায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬৭ শতাংশ মানুষ কোভিড ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করেছে। বয়স্কদের মধ্যে এই হার ৯১ শতাংশ এবং ১৮ বছরের বেশিদের জন্য ৭৬ শতাংশ। এসআইলাইভ। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনে মৃত্যু দুই লক্ষাধিক হু হু করে বাড়ছে সংক্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ