Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুতের অব্যবস্থাপনায় সরকারকে খেসারত দিতে হবে

বাংলাদেশ নজামে ইসলাম পাটির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৮:২৩ পিএম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক আজ শুক্রবার এক বিবৃতিতে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে না পারলে সরকারকে চরম খেসারত দিতে হবে। বিদ্যুতের লোডশেডিংয়ের দরুণ জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
বিদ্যুতসহ জ্বালানি খাতে মারাত্মক পর্যায়ের দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনার কারণে বিদ্যুত খাতে নৈরাজ্য চলছে। তিনি বলেন, ঘাটতি মোকাবেলায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের কথা বলা হচ্ছে। সুতরাং সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রথমে বিদ্যুত সাশ্রয়ী ব্যবহার শুরু করতে হবে। এসির ব্যবহার বন্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সর্বত্র এসির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ, কৃষি-শিল্পের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে বিদ্যুত বণ্টন নিশ্চিত করতে হবে। একই সাথে বিদ্যুত খাতে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সিস্টেম লস কমাতে জরুরি ভিত্তিতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। চুক্তি অনুযায়ী বিদ্যুত দিতে না পারলে কুইক রেন্টাল বিদ্যুত প্রকল্পসমূহ বন্ধ করে দিয়ে বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় করা এবং বিদ্যুত ঘাটতি মোকাবেলায় দ্রুত কার্যকরি উদ্যোগ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ