বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোল সীমান্তে চোরাচালান ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ চোরাকারবারী আহত হয়েছে। স্থানীয়রা তাদের ৭ জনকে উদ্ধার করে প্রথমে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শনিবার ভোরে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল ইউনিয়নের বড়আঁচড়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া দক্ষিণপাড়া গ্রামের সুভাসের ছেলে চোরাকারবারী সুমন (৩৪), সুজন(৩১), পলাশ (২৬) ও শিমুল (২২)। অপর পক্ষের আহতরা হচ্ছে একই গ্রামের চোরাকারবারী আবুল কাশেমের ছেলে কালু (৪৫) ও ইমাদুল (৪০), ইমাদুলের স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে রিমা (২২)।
স্থানীয়রা জানান, আহতরা সকলে চোরাচালানী পেশার সাথে জড়িত। চোরাকারবারী সুজন অভিযোগ তুলে তার চোরাচালানী পণ্য কালু নামে আর এক চোরাচালানী বিজিবির হাতে ধরিয়ে দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গত দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার ভোরে তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পরিবারের ৮ নারী, পুরুষ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে প্রতিবেশীরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।