Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লামায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩

লামা(বান্দরবান)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ৭:৩১ পিএম | আপডেট : ৮:৪২ পিএম, ১৩ জুলাই, ২০২২

বান্দরবানের লামায়, লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় টমটম গাড়ী দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লামা হাসপাতালে আনা হয়েছে। আজ বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোজাম্মেল মিয়া (৪৫) পিতা- আবুল কালাম, মুন্সিমোরা, শিলখালী, পেকুয়া উপজেলা, কক্সবাজার। মোঃ শফিকুল ইসলাম (৩৫) আব্দুল কাদের, তারাবুনিয়া পাড়া, ৯নং ওয়ার্ড, শিলখালী, পেকুয়া উপজেলা, কক্সবাজার। মোঃ কফিল (৪৩) মোঃ কালু, পেটান মাতবর পাড়া, শিলখালী, পেকুয়া উপজেলা, কক্সবাজার।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ বিবি ফাতেমা বলেন, তিন জনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত মোজাম্মেল এর অবস্থা আশংকাজনক। তার নাক, মুখ ও মাথায় জখম আছে এবং নাক- মুখ দিয়ে রক্ত ঝরছে।

আহত শফিকুল ইসলামের মুখ ও নাকের মাংস ছিঁড়ে গেছে। তার হাত ও পায়ের চামড়া ঘসে উঠে গেছে। আহতদের বাহিরে রেফার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ