পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্থানীয় সময় সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে ফোনালাপকালে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ক্রেমলিন জানায়, এ সময় উভয় নেতা অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য বৃদ্ধি, লেন-দেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এবং রুশ জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করাসহ নানা বিষয়ে কথা বলেন। দু’নেতার মধ্যে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং তারা কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে উভয় দেশের সমন্বয়ের উপায় এবং বিশ্ব বাজারে খাদ্য-শস্য রপ্তানি নিয়েও কথা বলেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এরদোগান খাদ্য-শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগর পথে নিরাপদ করিডোর নিশ্চিতের বিষয়ে জাতিসংঘের কর্মপরিকল্পনা গ্রহণের কথা বলেছেন। তাছাড়া এরদোগান এসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় আলোচনা প্রক্রিয়া শুরুর বিষয়ে সকল প্রকার সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেছেন। অপর এক খবরে জানা যায়, সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সোমবার তিনি ফোন করে সউদী যুবরাজকে এ শুভেচ্ছা জানান। খবর আনাদোলুর। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রলাণয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। গত ২২ জুন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরস্ক সফরের পর থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ সফরের পর তুরস্কের আদালতে চলমান সউদী কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার দেশটির রাজপরিবারের কঠোর সমালোচক জামাল খাশোগির বিচারও বন্ধ করে দেয় আঙ্কারা। আনাদোলু, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।