নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রুমু, চট্টগ্রাম ব্যুরো : চার বছর মেয়াদী চট্টগ্রাম ডিএফএ’র মেয়াদ আগামী ১৭ মার্চ শেষ হচ্ছে। তাই প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান গতকাল তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণা অনুযায়ী আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ ভোটার তালিকার উপর আপত্তি-নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রæয়ারি। এরপর মনোনয়ন পত্র বিক্রি হবে ২৩ ফেব্রæয়ারি এবং নির্বাচন হবে ১২ মার্চ। এবারের নির্বাচনে ১জন সভাপতি, ২জন সহ-সভাপতি, ১জন কোষাধ্যক্ষ এবং ৯জন সদস্য পদ থাকছে। একজন ভোটারকে প্রত্যেকটি পদে বাধ্যতামূলকভাবে ভোট প্রদান করতে হবে। এ অনুচ্ছেদে বর্ণিত পদসমুহের বিপরীতে উল্লেখিত সংখ্যার কম বা বেশি ভোট প্রদান করলে সম্পূর্ণ ব্যালটটি বাতিল বলে গণ্য হবে। প্রতি সেট মনোনয়ন পত্র এক হাজার টাকা নগদ প্রদানের বিনিময়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। মনোনয়ন পত্র দাখিলের সময় মনোনয়ন পত্রের সাথে সভাপতি ৭ হাজার টাকা, সহ-সভাপতি ৫ হাজার টাকা, কোষাধ্যক্ষ ৪ হাজার টাকা এবং সদস্য পদের জন্য ৩ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ), চট্টগ্রামের অনুকূলে জমা দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।