Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ৬:০৮ পিএম

এবারও বঙ্গভবনের দরবার হলে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। পরিবারের সদস্য এবং কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সীমিত পরিসরে ঈদের নামাজ আদায় করবেন তিনি। দরবার হলে রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, প্রেসিডেন্ট রবিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাতে অংশগ্রহণের পর সারা দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

ঈদের জামাত আদায়ের পরে তিনি ভার্চুয়ালি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে পারেন বলেও বঙ্গভবন সূত্রে জানা গেছে।

স্বাভাবিক সময়ে দেশের প্রেসিডেন্ট জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে প্রেসিডেন্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু বৈশ্বিক অভিঘাত করোনা সংক্রমণের ফলে এই ঐতিহ্যে ছেদ পড়েছে। করোনা সংক্রমণের কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ পরবর্তী পাঁচটি ঈদের নামাজই দরবার হলে আদায় করেছেন। এর ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহার নামাজও বঙ্গভবনের দরবার হলে আদায় করবেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে শনিবার এক বাণীতে দেশবাসীসহ মুসলিম ‍উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট। নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ-উৎসবে শামিল হতে পারে, সে লক্ষ্যে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ