মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। অন্যান্য দেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করে সংকট মোকাবেলার চেষ্টা করছে। বাংলাদেশের কাছেও অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেই পথে হাঁটবে কিনা বাংলাদেশ- শুক্রবার সিলেটে সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে। এ সময় একটি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করবে না। তখন অন্য সমস্যা তৈরি হবে।
তাহলে এ সঙ্কট কীভাবে মোকাবেলা করবেন- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আরো সাশ্রয়ী হব। পাশাপাশি অন্য কোনো দেশ থেকে আমদানি করা যায় কিনা সেই চেষ্টা চলছে। আমার মনে হয় আমরা সাশ্রয়ী হলে এ সঙ্কট উত্তরণ করতে পারব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।