টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা বেড়েই চলেছে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ভিডিওকল রেকর্ড করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তা ডিলেট করার প্রস্তাব দেয় প্রতারকচক্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভদ্রলোক জানান, তিনি ভিডিওকলে অংশ নেন তার এক ফেসবুক বন্ধুর সাথে। তাকে এডিটেড ভিডিওর ভয় দেখিয়ে ১১০০০ টাকা দাবি করে প্রতারকচক্রটি।টাকা দেয়ার জন্য বার বার চাপাচাপি করলে অবশেষে তিনি বুদ্ধি করে ব্যাংক একাউন্ট নাম্বার চান। ব্যাংক একাউন্ট নাম্বারও আরেকজনের নামে এবং এটি অন্য দেশের।তিনি বলেন, এমন ভিডিওকলে যেন কেউ এটেন্ড না করেন, সতর্ক থাকতে হবে সবাইকে।
তিনি আরও জানান, মজার ব্যাপার হলো-আমি তো তার সাথে কথাও বলিনি। সে আমাকে বলেছে, এডিটেড করে তোমার আত্মীয় স্বজনকে পাঠাবো।এমন ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ থেকে বাঁচার উপায় সতর্ক থাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।