Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনার কোপা জয়ের কাহিনি এবার সিরিজে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

২৮ বছরের আন্তর্জাতিক ট্রফি-খরা ঘুচিয়ে গত বছরই কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে শিরোপা না জেতার আক্ষেপটা সেবার মিটিয়েছেন লিওনেল মেসি। শিরোপাজয়ের এক বছর পর যদি এখন এমন কোনো সুযোগ আসে যে সেই টুর্নামেন্টের আড়ালে না-বলা কাহিনিগুলো জানা যাবে, শোনা যাবে না-বলা কথাগুলো, তাহলে কেমন হয়?
সামনেই তাকার বিশ্বকাপ। হয়তো মেসির শেষটাও হয়ে যেতে পারে তা। তার আগেই কিংবদন্তির প্রাপ্তিযোগটিকে একটি ধারাবাহিকে চিত্রনাট্যে রূপ দিতে যাচ্ছে একদল নাট্যকার। শুধু কোপা আমেরিকা জয়ই নয়, তথ্যচিত্রের পর্বগুলোতে কাতার বিশ্বকাপকে সামনে নিয়ে আর্জেন্টিনার পরিকল্পনা, লা ফিনালিসিমা জয়- এসব বিষয়ও দেখানো হবে। কোপা আমেরিকা ফাইনালে দলের উদ্দেশে অধিনায়ক মেসির সেই বিখ্যাত বক্তৃতাও দেখা যাবে। দেখা যাবে এমন কিছু ফুটেজ ও ছবি, যা আগে কখনো দেখা যায়নি। আর্জেন্টিনাকে নিয়ে এই সিরিজ মুক্তি পাবে আগামী ১০ তারিখ, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিন। ঈদে এর চেয়ে বড় উপহার হয়তো বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা পাবেন না!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনার কোপা জয়ের কাহিনি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ