Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিমলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ৭:২০ পিএম

নীলফামারীর ডিমলা পুকুরের পানিতে ডুবে রিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুর-২টার সময় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা (নুরু জুম্মা) গ্রামের রুবেল ইসলামের ১ম কন্যা রাওয়ানা মার্জিয়া রিয়া (০৬) বছরের শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পারিবার সূত্রে জানা যায় রিয়া সকাল অনুমান- ১০/১১ ঘটিকার মধ্যে বাড়ীর সবার অজান্তে বাড়ী হইতে খেলাধুলার উদ্দেশ্যে বেরিয়া যায়। রুবেলের বাড়ী হইতে ৩শত গজ দূরে ইয়াকুব আলীর পুকুরে রিয়াকে পানিতে ভাসানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী লোকজন রিয়াকে পুকুর হইতে তুলতে গেলে পুকুর মালিক ইয়াকুব আলী বাচ্চাটিকে তুলতে বাধা সৃষ্টি করে এবং বলে চেয়ারম্যান/মেম্বার ও পুলিশ প্রশাসন না আসা পর্যন্ত বাচ্চা তোলা হবে না। এলাকার যুব সমাজের লোকজন বাচ্চাটিতে পুকুর থেকে তুলে ডিমলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রিয়াকে মৃত্যু ঘোষনা করেন। রিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয় ডিমলা থানার ওসি মো: লাইছুর রহমান ও ওসি তদন্ত বিশ্বদেব রায় জানান মৃত রিয়ার পিতা বাদী হয়ে ডিমলা থানায় একটি ইউ.ডি মামলা দায়ের করেন। ঘটনাস্থল তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রাথমিক সুরতহাল শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ