মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে বিশ্বে অনাহারী মানুষের সংখ্যা ১৫ কোটি বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যে খাদ্য সঙ্কট সৃষ্টি হয়েছে তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছেন এমন সংখ্যা গত বছর ৮২ কোটি ৮০ লাখবেড়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় চার কোটি ৬০ লাখ বেশি। করোনার কারণে বিশ্বে অর্থনৈতিক গতিপ্রবাহ থমকে যাওয়ার পর থেকে পরিমাপ করা হলে এই সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন আক্রমণের পর থেকে জ্বালানি, খাদ্য উপাদান এবং সারের দাম বেড়ে যাওয়ায় আগামী বছরে অনাহারী মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে, বিশ্বের সবচেয়ে দরিদ্র গোষ্ঠীর মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেছেন, ‘সামনের মাসগুলোতে এই সংখ্যা আরও বাড়বে এমন একটি সত্যিকারের আশঙ্কা রয়েছে। ইউক্রেনের সঙ্কটের ফলে খাদ্য, জ্বালানি ও সারের বৈশ্বিক মূল্য বৃদ্ধি বিশ্বের দেশগুলোকে দুর্ভিক্ষের দিকে ঠেলে নেওয়ার হুমকি দিয়েছে। ফলে বিশ্বব্যাপী অভূতপূর্ব মাত্রায় অস্থিতিশীলতা, অনাহার এবং ব্যাপক অভিবাসন হতে পারে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।