Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে একদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১:০৪ পিএম

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। গতকাল বুধবার প্রতিকেজি কাঁচা মরিচ হিলি বাজারে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে সেই মরিচ আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আর দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

আজ বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকান গুলোতে কমেছে কাঁচা মরিচের সরবরাহ। যার প্রভাবে বেড়েছে এসব মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা। আর এতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষরা।
ক্রেতারা বলছেন,গতকাল বুধবার ৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে নিয়ে গেছি সেই মরিচ আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। আমাদের জন্য চলা খুবই কষ্ট হচ্ছে।

হিলি বাজারে কাঁচামাল বিক্রেতারা বলেন,বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আর সরবরাহ কমার কারনে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। আজ আমরা খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ