বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত এলাকায় পানিবন্ধি মানুয়ের মাঝে বিতরণের লক্ষ্যে প্রদাণ করা হয়েছে। এতে চাল, ডাল, তেল, চিড়া, গুড়, লবন, পানি, স্যালাইন ও মোমবাতি সম্বলিত ৫শ’ ব্যাগ খাদ্যদ্রব্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর নিকট শিপার্স কাউন্সিলের সহকারি সচিব আব্দুল জব্বার এবং মো. মিজানুর রহমান হস্তান্তর করেন। এ সময় উক্ত জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অসীম কুমার বনিক, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত ছিলেন। এ সময় তাৎক্ষনিকভাবে সেখানে উপস্থিত কতিপয় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরণ করা হয়। বুধবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।