Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানভাসিদের জন্য ত্রাণ তহবিলে অর্থ দিয়েছে ১১ জেলার বিএনপি নেতাকর্মী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৮:০১ পিএম

বানভাসি মানুষের সহযোগিতায় গঠিত দলীয় ত্রাণ তহবিলে অর্থ দিয়েছে বিএনপির ১১ জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে নগদ অর্থ ও চেক তুলে দেন জেলা নেতৃবৃন্দ।

এই সময়ে দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলার আহমেদ আজম খান, আবদুস সালাম আজাদ, মানিকগঞ্জ জেলার আফরোজা খান রিতা, এসএ জিন্নাহ, নরসিংদী জেলার খায়রুল কবির খোকন, যশোর জেলার সৈয়দ সাবেরুল হক সাবু, অনিন্দ্য ইসলাম অমিত, মুন্সিগঞ্জ জেলার কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, ঝিনাইদহ জেলার এমএ মজিদ, আসাদুজ্জামান আসাদ, নড়াইল জেলার জাহাঙ্গীর আলম বিশ্বাস, জয়ন্ত কুন্ড, নোয়াখালী জেলার গোলাম হায়দার, ময়মনসিংহ দক্ষিণের মাহবুবুর রহমান লিটন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাতক্ষীরা জেলার সৈয়দ ইফতেখার এবং সিরাজগঞ্জ জেলার রুহুল কুদ্দস তালুকদার দুলু। এছাড়া ঢাকাস্থ খুলনা জাতীয়তাবাদী ফোরামের খান রবিউল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে বন্যার্তদের সাহায্যে জাতীয় ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে নগদ টাকা তুলে দেয়া হয়। এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ এম তারেক মুন্সী, মুরাদনগর উপজেলার সভাপতি মহিউদ্দিন অঞ্জন, সাধারণ সম্পাদক সম্পাদক মো. মোল্লা মজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, উত্তর বিএনপির সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি নেতাকর্মী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ