Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল-যশোর সড়ক অবরোধ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস: বেনাপোল বাজার কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বাদশা মল্লিকের আটকের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে বেনাপোল -যশোর সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। এ সময় শতশত নারী পুরুষ বাজারে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অবরোধের ফলে শতশত যানবাহন আটকা পড়ে । দুভোর্গের শিকার হয় ভারত গমনকারী পাসপোর্ট যাত্রীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে বোনপোল বাজারে দূর্গাপুর রোডে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে র‌্যাব পরিচয়ে সাদা পোষাকধারী একদল লোক অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে একটি পিস্তল ও ২৭০ বোতল ফেনসিডিলসহ ত্্াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।     
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেন। পরে প্রেসক্লাব বেনাপোলে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, আগামী রোববারের মধ্যে বাদশাকে নি:শর্ত মুক্ত না দিলে তারা অনির্দিস্টকালের জন্য বেনাপোলে ধর্মঘট চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক আ: ওয়াহেদ দুদু, এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান আজু, বিপ্লব হোসেন, ও বাদশার স্ত্রী খাদেজা বেগম.।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ