মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঢাকা আসছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এ সময় তিনি সিলেটেও সফর করবেন। এ সফরে প্রিন্স চার্লস যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা করবেন।
এ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এ সময় তিনি রাজধানী ঢাকা ও সিলেট শহরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে রোববার ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন। এ সময় চার্লস দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দিবেন। গত ২৪ থেকে ২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয় পররাষ্ট্রমন্ত্রীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।