Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গত ৪ অক্টোবর ফতুল্লায় সফরকারী ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যে অনুষ্ঠিত একদিনের প্রস্তুতি ম্যাচের সময় ইংরেজি দৈনিক নিউ এজ-এর ক্রীড়া প্রতিবেদক আতিফ আজমকে লাঞ্ছিত করায় নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক সভায় ওই সাবেক ক্রিকেটারকে নিরাপত্তার মতো স্পর্শকাতর দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, ডা: ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এই সভার শুরুতে মোহাম্মদ আলীর বিরুদ্ধে আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপস্থিত বোর্ড পরিচালকদের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়া হয়। একই সঙ্গে সা¤প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হওয়া নানা সমস্যার প্রতিকার চেয়ে আরেকটি স্মারকলিপিও দেয়া হয়। দুটো স্মারকলিপির সঙ্গেই দেশের অধিকাংশ গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের স্বাক্ষরও ছিল। অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন সভায় উপস্থিত বোর্ড কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদআলীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ