Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাজ শরীফকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১০:৫৩ এএম

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১ টন আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে রোববার (৩ জুলাই) ওই উপহার পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে (কার্গোতে) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো কার্টনবন্দি করে পাঠানো হয়েছে। দোহা হয়ে সোমবার ভোরে তা ইসলামাবাদে পৌঁছাবে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে কী জাতের আম পাঠানো হয়েছে তা এখনই প্রকাশ করতে চাননি কর্মকর্তারা। তবে তারা বলেছেন, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার পাঠিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ