মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এয়ারবাস থেকে ২৯২টি উড়োজাহাজ কিনছে চীনের চারটি এয়ারলাইনস। ৩ হাজার ৭০০ কোটি ডলারে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি সম্পন্ন হয়েছে। তবে চীনের রাষ্ট্রীয় এয়ারলাইনসগুলোর সব ক্রয়াদেশ এয়ারবাসের কাছে যাওয়ায় এটিকে হতাশাজনক বলেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। পৃথক বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চায়না ইস্টার্ন এয়ারবাসের ১০০টি এ৩২০নিও উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি চায়না সাউদার্ন একই মডেলের ৯৬টি জেট কিনবে। এছাড়া এয়ার চায়না ও সহযোগী সংস্থা শেনজেন এয়ারলাইনস সম্মিলিতভাবে ৯৬টি এ৩২০ উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। একটি বাম্পার বছরের পরে এ ক্রয়াদেশগুলো পাচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। মহামারীর কারণে দুই বছর মন্দার পরে ২০২১ সালে রেকর্ড মুনাফার দেখা পেয়েছিল এয়ারবাস। একটি বিবৃতিতে এয়ারবাস জানিয়েছে, চীনা উড়োজাহাজ চলাচল বাজারের জন্য ইতিবাচক পুনরুদ্ধারের গতি এবং শক্তিশালী পূর্বাভাস তুলে ধরে। কভিড-১৯ মহামারীকালীন সময়েই দীর্ঘ ও বিস্তৃত আলোচনার পরে এ চুক্তিগুলো সম্পন্ন হয়েছে। এ চুক্তি নিয়ে বোয়িং জানিয়েছে, এটি হতাশাজনক যে ভ‚রাজনৈতিক পার্থক্যগুলো মার্কিন উড়োজাহাজ রফতানিকে সীমাবদ্ধ করে চলেছে। এজন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার আহŸান পুনর্ব্যক্ত করেছে। গত কয়েক বছরে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ পরিবহনের বাজারগুলোর একটি চীনে বোয়িংয়ের ব্যবসা ৭৩৭ ম্যাক্স জেটের অনিশ্চয়তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালে মারাত্মক দুটি দুর্ঘটনার পর দেশটিতে মডেলটির ব্যবহার স্থগিত করা হয়েছিল। চীনা কর্তৃপক্ষ ৭৩৭ ম্যাক্সের বেশ কয়েকটি নিরাপত্তা পরীক্ষার পর গত বছর মডেলটি পরিষেবায় ফেরানোর অনুমতি দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।