Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের ব্রিকস-কৌশল মানতে নারাজ ভারত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ৪:৪৩ পিএম

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, চীন এবং ভারতকে নিয়ে গড়া হয়েছিল ‘ব্রিক’ গোষ্ঠী। দু’বছর পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়াতে তা হল ‘ব্রিকস’। চীন চাইছে এই গোষ্ঠীকে আরও বাড়িয়ে আমেরিকা প্রভাবিত জি-২০-র পরিবর্তে আন্তর্জাতিক ভরকেন্দ্র তৈরি করতে। রাশিয়াও রয়েছে চীনের সমর্থনে। কূটনৈতিক সূত্রের খবর, বিষয়টিকে এখনও পর্যন্ত ঠেকিয়ে রেখেছে ভারত।

ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলির সাম্প্রতিক শীর্ষ সমাবেশে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রের বক্তব্য, রাজনৈতিক ভাবে কিছুটা কোণঠাসা চীন তার ভূকৌশলগত প্রভাব বাড়ানোর জন্য এই গোষ্ঠীর সম্প্রসারণে আগ্রহী। ভারত বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে নেতিবাচক বার্তাই দিয়েছে। চলতি বছরের ১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার কাছ থেকে জি-২০-র সভাপতিত্ব পাচ্ছে ভারত।

আগামী বছর নভেম্বরে ভারত আয়োজন করবে জি-২০ শীর্ষ সম্মেলনের। এমতাবস্থায়, চীনের ফাঁদে পা দিয়ে ব্রিকস-কে বাড়িয়ে তাদের হাত শক্তিশালী করার কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই সাউথ ব্লকের। এখনও পর্যন্ত আর্জেন্টিনা এবং ইরান সদস্য পদ চেয়েছে বলে খবর। সূত্র জানাচ্ছে, মোদী সরকারের পক্ষ থেকে চীনকে বলা হয়েছে, যা করা হবে তা বর্তমান সব সদস্যের মতানুসারেই করা হবে।

ব্রিকস-এর মূল উদ্দেশ্য এই মুহূর্তে নিজেদের চলতি ব্যবস্থাগুলিকে আরও শক্তিশালী করে কোভিড পরবর্তী বিশ্বে, অর্থনৈতিক ক্ষত মেরামত করা, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা। কোনও রাষ্ট্রের নিজস্ব ভূকৌশলগত আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হবে না। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ