পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি আর বাড়াবাড়ি করে তাহলে তিনি হাজার হাজার শরণার্থীর জন্য ইউরোপে ঢোকার সীমান্ত পথ খুলে দেবেন। মাত্র গত বৃহস্পতিবারই ইউরোপীয় পার্লামেন্ট তুরস্ককে ইইউ’র সদস্য করার আলোচনা স্থগিত রাখার সুপারিশ করার পর গতকাল এরদোগান এ হুঁশিয়ারি দিলেন।
গত জুলাইতে এক ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগান যে ব্যবস্থা নিচ্ছেন, ইউরোপীয় পার্লামেন্ট তাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে বর্ণনা করে। যার জন্য তুরস্ককে সদস্য করার আলোচনা আপাতত স্থগিত রাখার সুপারিশ করে ইউরোপীয় পার্লামেন্ট। কিন্তু রজব তাইয়েব এরদোগান গতকাল এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, এ বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের যে চুক্তি হয় তাতে সেদেশে আশ্রয় নেয়া সিরিয়ার লাখ লাখ শরণার্থীর জন্য সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।
সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে রজব তাইয়েব এরদোগান বলেন, ‘৩০ থেকে ৩৫ লাখ শরণার্থীকে আমরাই খাইয়ে-পরিয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন’।
তিনি আরো বলেন, ‘আমার কথা জেনে রাখুন। আপনারা যদি এ নিয়ে আর বাড়াবাড়ি করেন, সীমান্ত খুলে দেয়া হবে, সে কথা মনে রাখবেন’।
উল্লেখ্য, গত বছর থেকে ইউরোপের দিকে যে লাখ লাখ শরণার্থীর ঢল নেমেছিল, সেটা থামানো সম্ভব হয় তুরস্কের সহযোগিতার ফলেই।
তুরস্ক এই শরণার্থীদের থামাতে রাজী হয় এই শর্তে যে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার লক্ষে আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। কিন্তু এই প্রক্রিয়ায় সে রকম কোনো অগ্রগতি না হওয়ায় তুরস্ক স্বভাবতই হতাশ। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।