Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়াকে ‘প্রত্যক্ষ হুমকি’ ঘোষণা ন্যাটোর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১:০৮ পিএম

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো রাশিয়াকে তার সদস্যদের শান্তি ও নিরাপত্তার জন্য ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং প্রত্যক্ষ হুমকি’ বলে ঘোষণা দিয়েছে। বুধবার মাদ্রিদে অনুষ্ঠিত ৩০ সদস্যের এই সামরিক জোটের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বৈঠকে ন্যাটো নেতারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে ‘রাজনৈতিক ও বাস্তব সমর্থন বাড়াতে’ প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ন্যাটো একটি ‘নির্ভুল বার্তা’ পাঠাচ্ছে যে জোট ‘শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং এই শীর্ষ সম্মেলনের সময় আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি তা আমাদের সম্মিলিত শক্তিকে আরও বাড়াবে।’

বুধবার সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাটের সদস্য হতে ইউরোপের দেশগুলোর জন্য দরজা খোলা রয়েছে। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যতদিন সময় লাগবে ততদিন ইউক্রেন ন্যাটোকে তাদের সহযোগী হিসেবে পাবে। দীর্ঘমেয়াদী সমর্থনের অংশ হিসেবে ইউক্রেন ন্যাটোর কাছ থেকে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম ও শরীর প্রতিরক্ষা সরঞ্জাম পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-ন্যাটো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ