Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শিক্ষার অগ্রগতিতে ভূমিকা পালন করছে জমিয়াতুল মোদার্রেছীন -ভিসি ড. আহ্সান উল্লাহ্ // প্রধানমন্ত্রী আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল -শাব্বির আহাম্মদ মোমতাজী

পটিয়ায় জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৩৮ এএম, ২৫ নভেম্বর, ২০১৬

পটিয়া উপজেলা সংবাদদাতা : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদ্রাসায় অনার্স কোর্স চালু, ইসলামী শিক্ষাকে আন্তর্জাতিক শিক্ষার মানে উন্নীত করাসহ মাদ্রাসার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও গতিশীলতা আনতে ভূমিকা পালন করে আসছে জমিয়াতুল মোদার্রেছীন। মাদ্রাসা শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের শীর্ষ নেতৃবৃন্দের বিশেষ করে সভাপতি এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব শাব্বির আহাম্মদ মোমতাজীর প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে দেশের সকল মাদ্রাসাসহ ইসলামী শিক্ষার যথেষ্ট উন্নতি হয়েছে। ভবিষ্যতে ইসলামী শিক্ষা আরো অগ্রগতি লাভ করবে। গত বুধবার বিকালে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আহসান উল্লাহ্ চট্টগ্রামের পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত চট্টগ্রাম জেলা জমিয়াতুল মোদার্রেছীনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শাব্বির আহাম্মদ মোমতাজী। শাহ্চান্দ আউলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মুখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন মহানগর সভাপতি অধ্যক্ষ আবুল বয়ান হাশেমী, সহ-সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাতকানিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ নুরুল আলম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ ফজলুল হক, বাঁশখালী উপজেলা সভাপতি অধ্যক্ষ মীর আহমদ, চন্দনাইশ উপজেলা সভাপতি অধ্যক্ষ আহমদ হোসেন আলকাদেরী, আনোয়ারা উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন হাশেমী, পটিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, বোয়ালখালী উপজেলার উপাধ্যক্ষ মাওলানা নূর হোসেন, দৈনিক ইনকিলাবের বান্দরবান জেলা সংবাদদাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাদত উল্লাহ, পটিয়া ছিকন খলিফা মাদ্রাসার সুপার হাফেজ আহমদ আল কাদেরী, মির্জা আলী লেদু শাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আবদুল মাবুদ ইসলামাবাদী, শাহচান্দ আউলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুল মন্নান, ফকিরপাড়া মাদ্রাসা সুপার জয়নুল আবেদীন জিহাদী, কোলাগাঁও গাউছিয়া টিবিএএস দাখিল মাদ্রাসার সুপার নেজাম উদ্দীন আলকাদেরী, কাগতিয়া গাউছুল আযম দরবারের প্রতিনিধি কাজী মুহাম্মদ ইসমাইল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহাম্মদ মোমতাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল। জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষকদের অনেক দাবিসহ তিনি মাদ্রাসার ক্ষেত্রে অনেক কিছু উন্নয়ন করেছেন। আমাদের এখন ইবতেদায়ী শিক্ষাকে উন্নত করতে সবাইকে কাজ করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের যেমন জাতীয়করণ করা হয়েছে তেমনি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণসহ বেসরকারি শিক্ষকের চাকরি জাতীয়করণে আশা করি প্রধানমন্ত্রী ভূমিকা রাখবেন। যেখানে পদ্মা সেতুসহ দেশের বড় বড় ১০টি মেঘা প্রকল্প প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন সেখানে যে কোনো উন্নয়ন কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অসম্ভব নয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরবি

২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ