Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা জেলা পরিষদেন বাজেট ঘোষনা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৬:০৯ পিএম

মাগুরা জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫৪ কোটি ৬০লাখ ৮২ হাজার ৫৮০টাকা ৪৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আগামী অর্থ বছরের জন্য মাগুরা জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিজস্ব তহবিল ও সরকারি অনুদানসহ এ ব্যয় নির্ধারণ করা হয়। বাজেটে সংস্থাপন ব্যয়ের পাশাপাশি জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে রাস্তাঘাট, ব্রীজ, পূল-কালভার্ট নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন আয়বর্ধনমূলক প্রকল্প গ্রহণ করা হয়। এর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্কাউটিং,বেকারদের প্রশিক্ষণ, মৎস ও কৃষি উন্নয়ন, দূর্যোগে ত্রাণ বিতরণ, জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন কল্পে নানা প্রকল্প ঘোষণা করা হয়। এছাড়া জেলার কৃষিউন্নয়ন ও স্থানীয় অধিবাসিদের ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নয়ন কল্পে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের ঘোষনা করা হয়। এছাড়া সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচীতেও জেলা পরিষদ ব্যাপক ভূমিকা রাখবে বলে বাজেটে জানানো হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার এর সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, শালিখার উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শরিফুল ইসলামসহ অন্যরা। বক্তারা জেলার আর্থ সামাজিক উন্নয়নে জেলা পরিষদের ভূমিকার প্রশংসা করেন। জেলা পরিষদ প্রশাসক পংকজ কুমার কুন্ডু জানান জেলা পরিষদের পক্ষ থেকে উল্লেখযোগ্য উন্নয়ন কাজের মধ্যে মাগুরা নোমানী ময়দানে আসাদুজ্জামান মিলনায়তনের সংস্কার, মহিলা কলেজের পাশের জেলা পরিষদ পুকুরের পাশে আরসিসি ওয়াকওয়ে নির্মাণ, হাজিপুরে ওল্ড হোম নির্মাণ, মহম্মদপুর ও শালিখায় জেলা পরিষদ ডাকবাংলো নির্মাণের কাজ চলমান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ