Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্মিলিত পরিষদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সম্মিলিত পরিষদের জয়জয়কার। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ২৪টি পদের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে এই পরিষদ। সাধারণ সম্পাদক পদে সম্মিলিত পরিষদের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ হায়দার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাঁচ সহ-সভাপতি পদে এই পরিষদের জসিম উদ্দিন, মোতাহার হোসেন সাজু, মো. সেলিম ও নিয়াজ আহমেদ নির্বাচিত হলেও বাকি একজন বিপরিত প্যানেলের নির্বাচিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিম। যুগ্ম সম্পাদ পদে সাইফুল ইসলাম ও শেখ মঈনউদ্দিন ওয়ালিউল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে সম্মিলিত পরিষদের খালেদ আহেমদ ও একই প্যানেল থেকে ১৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মিলিত পরিষদের জয়জয়কার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ