Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তান জন্ম দিতে না চাওয়া ভারতীয়র সংখ্যা বাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভারতে যৌথ পরিবারের সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে। বিয়ের পর সন্তানের জন্ম দেওয়াটাই স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়। আগের দিনে বেশি সংখ্যক সন্তানের জন্ম দিলেও এখনকার দম্পতিরা কম সংখ্যক সন্তান নিছেন। দেশটিতে কন্যাভ্রুণ হত্যার ঘটনা অহরহ ঘটে। এজন্য কন্যাভ্রুণ হত্যা বিরোধী আন্দোলন থেকে শুরু করে নারীদের সমান অধিকার নিয়েও বহু প্রচার হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত রকমের ‘মাধ্যমে’ গ্রামেগঞ্জে কন্যা সন্তানকে রক্ষার জন্য বার্তা দিয়েছে সরকার। এই ইস্যুতে ক্রমাগত লড়ে যাছে বিভিন্ন সমাজসেবী সংগঠন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, প্রথমবার কন্যা সন্তান হলে তাকে মেনে নিতে যতটা গড়িমসি করেন দম্পতিরা, পুত্রসন্তান জন্মের পর কন্যাসন্তান হলে কিন্তু তেমনটা করেন না। ইদানীং বহু ভারতীয় দম্পতি সন্তানের জন্মই দিতে চান না। বিবিসির নিকিতা মান্দানি কয়েকজন ভারতীয় দম্পতির সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকে এ ব্যাপারে জানতে চেয়েছেন। এক নারী জানান, আমি বাচাদের সঙ্গে ভালো থাকতে পারি না। আমি জানি না যে, পাঁচ মিনিট পরে তাদের কী বলবো। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তান জন্ম দিতে না চাওয়া ভারতীয়র সংখ্যা বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ