Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়া যুদ্ধে হাজারের বেশি ইরানি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরিয়া যুদ্ধে ১ হাজারের বেশি ইরানি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন সরকারি কর্মকর্তা। এতে সিরিয়ায় সংঘর্ষে ইরানের ব্যাপকভাবে জড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা মাত্র ৪ মাস আগেই সিরিয়ার যুদ্ধে ইরানের ৪০০ সেনার প্রাণহানির কথা ঘোষণা করেছিল দেশটি। ৫ বছরের অধিক সময় আগে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে শিয়া বংশোদ্ভূত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করছে ইরান। কেবল সমর্থনই নয় বরং এই যুদ্ধে অংশ নেয়ার জন্য ইরানি সেনাদেরও সিরিয়ায় মোতায়েন করা হয়। তারা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এবং আইএসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়ছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ইরানের শহীদ ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ আলি শাহিদি মাহাল্লাতির উদ্ধৃতি দিয়ে জানায়, সিরিয়ার মাজারগুলো রক্ষা করায় নিয়োজিত ইরানি শহীদদের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এই প্রতিষ্ঠানটি ইরানের পক্ষে যুদ্ধে নিহত শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিয়ে থাকে।  হাফিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ