Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

নেশায় চুর মাতালের কাণ্ড...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০২ এএম

বিয়ের দিনটি সব মেয়ের জন্যই একটু বেশি ‘স্পেশাল’! বর আসবে, মহাধুমধামে হাসি-আনন্দের মধ্যে বিয়ে হবে- এমন আশা সবারই। কিন্তু যদি দেখেন, বর এসেছে পাড় মাতাল হয়ে, নেশা এতটাই চড়েছে যে ঠিকমতো দাঁড়াতে পারছে না, তারপর ভুল করে কনের বদলে শ্যালিকার গলায় মালা পরাচ্ছে, তাহলে কেমন লাগবে! সম্প্রতি এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের বিহারের এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মাত্রাতিরিক্ত মদ্যপান করে নেশায় চুর হয়ে থাকা বর কীভাবে বিয়ের আনন্দ মাটি করছেন। এতে দেখা যায়, বিয়েতে বর-কনের মালাবদল অনুষ্ঠান চলছে। কিন্তু মদ্যপ বর ঠিকমতো দাঁড়াতে পারছেন না, ক্রমাগত টলছেন। পড়ে যাওয়া আটকাতে তাকে ধরে রেখেছেন এক লোক। ওই অবস্থায় প্রথমে কনে ঠিকভাবেই বরের গলায় মালা পরান। কিন্তু বিপত্তি বাঁধে বর কনেকে মালা পরানোর সময়। নেশার ঘোরে থাকা বর আচমকা মালা পরিয়ে দেন পাশে দাঁড়ানো শ্যালিকার গলায়। এতে ক্ষেপে গিয়ে বরকে একের পর এক চড়-থাপ্পড় মারতে থাকেন শ্যালিকা। পরে টলতে টলতেই তার গলা থেকে মালা তুলে নেন বর। এসময় বোনকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায় বেচারি কনেকে। ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেশায় চুর মাতালের কাণ্ড...
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ